রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-সহ ৮৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। এছড়াও আসামি তালিকায় রয়েছে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি।
গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন মো. মতিউর রহমান নামের এক ব্যক্তি।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ০৪ আগস্ট বৈষম্য-বিরোধী কোটা আন্দোলনের মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হয় ছাত্র-জনতা। এ সময় মিছিলের ওপর দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আ.লীগের নেতাকর্মীরা।
জীবন বাঁচাতে ওই এলাকার আশফাকুল ইসলাম টিটুর বাড়িতে আশ্রয় নেন কয়েক জন। কিন্তু ওই বাড়িতেও আগুন দেয় এই মামলার কয়েকজন আসামী। আগুনে দগ্ধ হয়ে মারা যান জুলকার হোসাইন ও অঞ্জনা নামের দুজন।