সর্বশেষ সংবাদ :

বর্তমানে বন্যার্ত মানুষদের বাঁচানো আমাদের প্রধান কাজ -ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বতী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, এখন বন্যার্ত মানুষদের বাঁচানো হচ্ছে আমাদের প্রধান কাজ। তাদের চিকিৎসা সেবা দেয়া, ক্ষুধা মেটানো, নারী ও শিশু সবার স্বাস্থ্যের দায়িত্ব নেয়া আমাদের অগ্রাধিকার।

 

গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে নোয়াখালী সার্কিট হাউসে নোয়াখালীল বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে যেই সমস্যা গুলো দেখা দিয়েছে সেগুলোর সাথে সমন্বয় করবেন। এ সমন্বয় যেন কোনভাবেই বিচ্ছিন্ন না হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।


প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪ | সময়: ২:১৮ অপরাহ্ণ | Daily Sunshine