সর্বশেষ সংবাদ :

বন্যায় বিপর্যস্ত ইয়েমেনে নিহত -৯৭

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দাহে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় প্রদেশটিতে এই পর্যন্ত অন্তত ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবংবন্যায় প্রায় ৫৬ হাজার মানুষের ঘরবাড়ি ও ৩৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) দেশটির ক্ষমতাসীন হুতি বিদ্রোহী গোষ্ঠী সংশ্লিষ্ট সংবাদ-মাধ্যম সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

 

 

প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির উত্তরের প্রবেশপথ পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে শত শত বাড়ি, অবকাঠামো। কৃষি জমির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বেশ কয়েকটি রাস্তা ভেসে গেছে, ফলে অনেক অঞ্চলে যান চলাচল বন্ধ এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

 

 

জাতিসংঘ বলছেন, গত জুলাই থেকে ইয়েমেনে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে প্রায় আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

 

এর আগে ২০১৫ সালে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের উত্থান ঘটে। এই পরিস্থিতিতে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তারপর থেকেই সংঘাত শুরু হয় সরকার সমর্থক এবং হুতি বিদ্রোহীদের মধ্যে।

 

 

ইয়েমেনি সরকার এবং হুতিদের মধ্যে এক দশকব্যাপী সংঘাতে দেশটির অবকাঠামো এবং স্বাস্থ্যখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যা একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।


প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪ | সময়: ১১:২১ পূর্বাহ্ণ | Daily Sunshine