শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির ক্লাসরুমে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই ল্যাপটপ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ল্যাপটপগুলো বিতরণ করেন এবং বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল আহাদের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন আইসিটি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার নাজমুল হক,
জেলা কার্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আতিয়া হাবীবা। ৬ মাসব্যাপী প্রশিক্ষণে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে বেকার নারীদের কর্মসংস্থান, ঘরে বসে ফ্রিল্যান্সিং এর সুযোগ সৃষ্টিতে উক্ত প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আগত অতিথিরা। ৬ মাসের কোর্সে ৮০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। মোট ১৩০ ক্লাসের মধ্যে ইতোমধ্যে ৬১টি সম্পন্ন হয়েছে।