রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও একজন গ্রাম পুলিশ আহত হয়েছে। শুক্রবার সকালে রহনপুর- আড্ডা সড়কের এনায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও ওই ইউনিয়নের গ্রাম পুলিশ পারভেজ। আহতরা জানায়, তারা আড্ডা থেকে মোটর সাইকেল যোগে রহনপুর আসার সময় একটি ভূটভূটিকে অতিক্রম করার সময় হঠাৎ ডানপাশে চলে আসে।
এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।