পুঠিয়ায় যুবদল নেতা আজিজুল হত্যার আসামিদের আটকের দাবিতে মানববন্ধন

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় যুবদল নেতা আজিজুল হকের (৩৫) হত্যার আসামিদের আটকের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নিহত আজিজুল হক শিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে পুঠিয়ার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী ইসফা খায়রুল হক শিমুল। বক্তারা অবিলম্বে আজিজুল হত্যার আসামিদের আটকের দাবি জানান।
উল্লেখ্য, ১৩ আগস্ট পুঠিয়ার কাচুপাড়া এলাকায় আসে দুর্গাপুর উপজেলার ভেগার মোড় এলাকার মহসিন আলী। এসময় তার কাছে পাওনা টাকা চায় যুবদল নেতা আজিজুল। দুপুর দুইটার দিকে তাকে কৌশলে পুঠিয়ার বাসুপাড়া বাজারে ডেকে নেয় মহসিন। আজিজুল তার সঙ্গী মিজানকে নিয়ে বাসুপাড়া বাজারে পৌঁছতেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে মহসিন ও তার সঙ্গীরা। এসময় ঘটনাস্থলে নিহত হয় আজিজুল ও মারাত্মক আহত হয় মিজান। ১৪ আগস্ট নিহত আজিজুলের বাবা সিদ্দিক হোসেন মহসিন আলীসহ ৫ জনকে আসামি করে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে বাসুপাড়া বাজারে একটি মানববন্ধন হয়েছে। এই হত্যাকান্ডটি ছিল পরিকল্পিত। আমরা আসামিদের আটকের চেষ্টা করছি।


প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর