ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর আত্ম-হত্যা

স্টাফ রিপোর্টার: ইডেন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন।

 

গত বুধবার (২৮ আগস্ট) আত্মহত্যা করেছেন বলে কলেজের একাধিক সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত শিক্ষার্থীর নাম শায়লা শিকদার। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। ঠিক কী কারণে শায়লা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার  মৃত্যুতে সামাজিক-যোগাযো গমাধ্যম ফেসবু-কে শোক জানিয়েছেন ইডেনের একাধিক ছাত্রীরা। সুমাইয়া হৃদি লিখেছেন, কী করলি শায়লা। নিতে পারতেছি না আর। তোকে এতো তাড়াতাড়ি কেন হারাতে হলো আমার। আমি সত্যি পারতাছি না আর। সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি।

 

জানা যায়, ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন শায়লা। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। সে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এছাড়া পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন।


প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪ | সময়: ১২:২৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর