সর্বশেষ সংবাদ :

আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, আ.লীগ ঐতিহ্যবাহী দল -আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি মামলা পরিচালনা করা হবে। সাগর-রুনি হত্যা মামলা তার মধ্যে একটি।

 

আজ বুধবার (২৮ আগস্ট) তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। আ.লীগ ঐতিহ্যবাহী দল। অযথা মামল যাতে না করা হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিবে।

 

এ সময় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে তিনি জানান, আশা করি সাকিবকে আটক করা হবে না।


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ | সময়: ৪:০২ অপরাহ্ণ | Daily Sunshine