রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ আগস্ট) আইন ও বিচার বিভাগের বিচার-৪ শাখার সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে তার আবেদনে পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।