রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের বিল কালাই বিল উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিল কালাই বিলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে খর্দ্দকৌড় রাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন হতে প্রভাবশালীদের কবজা থেকে বিল উন্মুক্তের জোর দাবী জানান বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিলের চাপাশের সর্ব সাধারণ।
তারা জানান, বিলে মৎস্য শিকার করতে না পারায়, পরিবার পরিজন নিয়ে অনেক গরিব মানুষ তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। বর্ষা মৌসুমে তাদের চরম সমস্যায় পড়তে হয়।
বিলে মৎস্য আহরণ করতে গেলে আওয়ামী লীগ নামধারী কতিপয় দখলদার বাহিনীর হাতে নানা ভাবে নাজেহাল হতে হয় এমনকি পানিতে হাত দিলে তাকে হত্যা করার হুমকি দেন। মানববন্ধনে বিল উন্মুক্তের দাবীতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, রনি, আরিফুল ইসলাম, মিঠু, নসিব উদ্দিন, কৃষক খোরশেদ আলম, এনামুল হক আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ বিল তাদের কবজায় রেখে মাছ চাষ করেন। কৃষকদের তারা কোন রকম সুযোগ সুবিধা দেন না বলে জানান, বিলধারের লোকজন।
উপজেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও শীর্ষ আওয়ামী লীগ নেতাদের হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা খাইয়ে, কোটি কোটি টাকা কামিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।