সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা এবং বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় দুইটি মামলা দায়ের হয়েছে।
গত রোববার (২৫ আগস্ট) রাতে গোদাগাড়ী থানায় এ দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান।
ওসি আতাউর রহমান বলেন, ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকার সিল মারার অভিযোগে দায়ের করা মামলার বাদী বিএনপি’র কর্মী তাহাসেন আলী। এবং বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বাদী হয়েছেন বিএনপি’র আরেক কর্মী আবদুল হামিদ ওরফে (বাবলু)।
ওসি বলেন, মামলা দুটিতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকার সিল মারার মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়। ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই কাজ করেন। মামলায় ওমর ফারুক চৌধুরী-সহ ২২ জনের নাম উল্লেখ করে আ.লীগের ৮২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আসামি ৬০ জন।
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুক চৌধুরী-সহ ৪৪ জনের নাম উল্লেখ করে আ.লীগের ৬৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আসামি ৬০০ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আ.লীগের নেতাকর্মীরা ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণ করেন। এতে আহত হয়েছেন অনেকেই।
সানশাইন/ আর এক্স