বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাট) সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-সহ আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ-সহ ৮৯ জনকে আসামী করে বাঘা থানায় চাঁদাবাজি মামলা করা হয়েছে।
গত রোববার (২৫ আগষ্ট) উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মখলেছুর রহমান মুকুল বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এই মামলার প্রধান আসামী শাহরিয়ার আলম।
মামলা অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদি মখলেছুর রহমান মুকুল গত ৩ আগষ্ট (২০২৪) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এমন সময় মামলার আসামীরা দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ২০-২৫টি মোটর সাইকেল যোগে মেডিকেল গেটের কাছে পৌছে মুকুলের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে সময় চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে মামলায় আসামীদের কয়েক-জন পকেট থেকে ৫০ হাজার টাকা বের করে নেন। তার ডাক চিৎকারে আসে পাশের লোকজন আসিলে আসামীরা আ.লীগ দলের লোক বলিয়া হুমকি দিয়ে বলে, তুই বৈষম্য-বিরোদী ছাত্রদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিস। পরে তাকে গুলি করে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
মামলার বাদি মুকুল বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছে থেকে বিবরণ শুনে এবং স্বজনের সাথে আলোচনা করে মামলা করতে বিলম্ব হল। তিনি আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ সাজা দাবি করেন। এ বিষয়ে শাহরিয়ার আলমের মুঠো-ফোনে যোগা-যোগ করেও পাওয়া যায়নি। স্থানীয় আ.লীগের নেতারা এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পরিবর্তনের পর আ.লীগের অনেক নেতা-কর্মী আত্নগোপনে রয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আসামীদের গ্রেফতার অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
সানশাইন/ আর এক্স