সর্বশেষ সংবাদ :

পবার বড়গাছিতে রাস্তার উদ্বোধন করলেন চেয়ারম্যান সাগর

পবা প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ ই আগস্ট) সকালে ইউনিয়নের মাধবপুর মোসাদ্দেক এর বাড়ি হতে ডাঙ্গেরপুর পর্যন্ত এইচ বি বি করন রাস্তার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর।

উদ্বোধনকালে চেয়ারম্যান সাগর উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, আমি নির্বাচিত হওয়ার পরে সবার আগে যে বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছি তা হলো আমার ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। আপনারা দেখেছেন আমি চেয়ারম্যান হওয়ার আগে বড়গাছি ইউনিয়নে রাস্তার অবস্থা কতটা খারাপ ছিলো আর এখন কত উন্নতি হয়েছে। আমি চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে রাস্তা নির্মাণ করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে বড়গাছি ইউনিয়নে পবা উপজেলার ভিতরে উন্নয়নের রোল মডেল বানাতে পারি। রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলো ওয়ার্ড মেম্বার সহ স্থানীয় সুধীজন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪ | সময়: ৮:০৮ অপরাহ্ণ | Daily Sunshine