সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বিনোদন ডেস্ক: রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকেও আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
গত শুক্রবার (২৩ আগস্ট) নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। তাতে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী। কিছুক্ষণ পরেই অবশ্য পোস্টটি ডিলিট করে দেন তিনি।
স্ট্যাটাসে মিথিলা যা লিখেছিলেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাস-যোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়-বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেফতার দিয়ে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। আর যাই করুক না কেন, সাকিব খুনি নয়। তার বড় বড় অর্জনের কথা কীভাবে ভুলে যাবেন? বিশ্বদরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখ জনক। সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে। তবে এই পোস্ট করার কিছু সময় পরে ডিলিট করে দিয়েছেন মিথিলা।
গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন মিথিলা। পরে তাদের বিচ্ছেদ হয়।
সানশাইন/ আর এক্স