সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: বন্যার পানিতে রেললাইন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় আজ সকাল থেকে পূর্বাঞ্চলে চট্টগ্রাম-ঢাকাসহ অন্যান্য গন্তব্যের মধ্যে রেল যোগা-যোগ বন্ধ হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি বড় অংশ ডুবে যায়। তাছাড়া পানি তোড়ে রেল লাইন থেকে পাথর ও মাটি সরে গেছে। চলমান বন্যার পরিস্থিতিতে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ২টি ট্রেন ফেনীর কাছাকাছি গিয়ে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। আর বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। এছাড়া চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে পাহাড় ধস হয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।