শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে ভেসে এসেছে নারী-শিশু-সহ সাত জনের লাশ।
গত মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলার নাফ নদী থেকে ভাসমান অবস্থায় এসব মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহতদের মধ্যে একজন নারী, চারজন শিশু ও দুইজন পুরুষ।
কক্সবাজারের এনজিও কর্মী মাহবুব আলম মিনার জানান, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেক আজকে চার শিশুসহ সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়ভাবে তাদের দাফন করা হয়। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ছিলেন। তাদের কোন নাম-পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন জানান, শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকার নাফ নদী থেকে চারটি ও পশ্চিমে মেরিনড্রাইভ সংলগ্ন সাগর তীর থেকে পাঁচটি মরদেহ লাশ করা হয়। এরপর হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদী থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়টি সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানস, টেকনাফের নাফ নদীতে সাত জনের অজ্ঞাত লাশ ভেসে এসেছে। এদের কোন নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ গুলো উদ্ধার করে দাফন কার্য শেষ করেছেন স্থানীয়রা।
সানশাইন/ আর এক্স