সর্বশেষ সংবাদ :

অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রে যাবেন খা/লে/দা জিয়া

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকার পতনের পর মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তি মিললেও অসুস্থতার কারণে দলীয় কার্যক্রমে অংশ গ্রহণ করতে পরছেন না তিনি।

 

গত ১ মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর মধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হতে হয়নি। এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ ২০-২২ ঘণ্টার সফরের বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে।

 

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির ওপর। তিনি কবে যাবেন তা দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।

 

সানশাইন/ আর এক্স

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪ | সময়: ১২:১১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর