সর্বশেষ সংবাদ :

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-মিশন প্রধানদের সাথে বসছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

আজ রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টার-কন্টিনেন্টালে উপস্থিত হন তিনি। এ সময়ে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।

 

 

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সমসাময়িক-সহ বিভিন্ন বিষয় নিয়ে এই প্রথমবার কূটনীতিকদের সামনে আসছেন প্রধান উপদেষ্টা। ব্রিফিং শেষে হোটেলের ক্রিস্টাল বলরুমে গণ-মাধ্যমকে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

 

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ত্যাগের পর নতুন ভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ পুনর্গঠনে, বিভিন্ন মহলের সাথে দফায়-দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন- পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪ | সময়: ১২:৪২ অপরাহ্ণ | Daily Sunshine