রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। যেগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করছে পুলিশ।
আজ শনিবার (১৭ আগস্ট) পুলিস হেডকোয়ার্টার্স প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লুট হয়ে যাওয়া অস্ত্র ও গোলা-বারুদের মধ্যে বিভিন্ন ধরনের ৭১৫টি অস্ত্র, ১৮ হাজার ৫১২ রাউন্ড গুলি, ১ হাজার ১১৮টি টিয়ার গ্যাস সেল এবং ৭০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, কোটা আন্দোলন থেকে সরকার পতনের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটা-বিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
এ সময় ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন, তখন কিছু সুযোগসন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলা-বারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে।
সানশাইন/ আর এক্স