সর্বশেষ সংবাদ :

গ্লোবাল সাউথ সামিটে অংশ নিলেন ড. মুহাম্মদ ই/উ/নূ/স

সানশাইন ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

আজ শনিবার (১৭ আগস্ট) ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

 

 

কিছুক্ষন পরই ভাষণ দেবেন তিনি। ইতো মধ্যে গ্লোবাল সামিটে ভাষন দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাজধানী এবারের সম্মেলনের আয়োজক।

 

 

এর আগে, গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। ফোনালাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়।

 

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেন, ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে গ্লোবাল সাউথ সামিটে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হন।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ | সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ | Daily Sunshine