ই-পেপার
সর্বশেষ সংবাদ :

পাগলা মসজিদের ৯ দানবাক্সে ২৮ বস্তা টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ পৌর শহরের অবস্থিত পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছে। প্রতি ৩ মাস পর পর দানবাক্স গুলো খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর খোলা হয়েছে দানবাক্স গুলো। ওখান থেকে মিলেছে ২৮ বস্তা টাকা।

 

 

আজ শনিবার (১৭ আগস্ট) সকাল ৮ টায় সময় ৯টি দানবাক্স থেকে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা এবং সোনার গয়না।

 

 

বর্তমানে চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিনশ’ জনের একটি দল। যেখানে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

 

 

উল্লেখ্য, পাগলা মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয় এই আশা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দান করে থাকেন। সবশেষ পাগলা মসজিদের দানবাক্স থেকে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়। যা এ যাবত কালের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়। তবে এখনো চলছে গণনার কাজ, দিনভর গণনা শেষে রাতে সর্বমোট দানের পরিমাণ জানা যাবে।

 

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ | সময়: ১১:৩২ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর