বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলনকারীরা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুর করেন। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে–খবর এনডিটিভির।
গত বুধবার (১৪ আগস্ট) রাতে মেয়েদের রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল জমায়েত হয় আরজি কর হাসপাতালের সামনে। বিক্ষোভকারীদের অনেকে হাসপাতালের ভেতরে ঢোকে অবস্থান নেন। ভিতর থেকে আন্দোলনকারীরা বহিরাগতদের ভেতরে ঢুকতে বারণ করেন। কিন্তু তাদের আটকানো যায়নি। মূল গেট ভেঙে ভেতরে ঢোকেন তারা।
আন্দোলনকারীরা বহিরাগতদের বারবার বেরিয়ে যেতে অনুরোধ করলেও তারা কোন কথা শুনেননি, ঢুকে পড়েন জোর করেই। পরে ভাঙচুর চালানো হয় শিক্ষার্থীদের ধরনা মঞ্চে। ইমারজেন্সির গেটও ভেঙে ফেলার চেষ্টা করেন তরা।
রাত দখলের মশাল মিছিল আরজি কর থেকে শ্যামবাজার যাওয়া কথা ছিল। সে মিছিল থেকেই একদল উন্মত্ত জনতা ‘আমরা বিচার চাই’ স্লোগান দিতে দিতে ভেতরে ঢোকেন। তাদের হাতে রড এবং পাথর ছিল বলেও অভিযোগ ওঠেছে। বহিরাগতদের তাণ্ডবের জেরে হাসপাতালের চিকিৎসক এবং শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।
আচমকা এ আক্রমণ ঠেকাতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ ফোর্স পাঠানো হয়। এ সময় হামলা কারীদের সামলাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এতে উন্মত্ত জনতা আরজি করের দিক থেকে দৌড়ে শ্যামবাজারের দিকে পালায়।
ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ হত্যা কাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়ন মূলক ব্যবস্থা বিলোপের লক্ষ্যে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির সাধারণ নাগরিক।