সর্বশেষ সংবাদ :

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান আটক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক গোয়েন্দা-প্রধান লেফ জেনারেল ফায়াজ হামিদকে গ্রেফতার করা হয়েছে।

 

আজ বুধবার (১৪ আগস্ট) তাকে আটক করে হেফাজতে নেয় সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাককালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে ফায়েজ হামিদের বিরুদ্ধে। গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান থাকা অবস্থায় তিনি অনেক বেসরকারি অফিসে অভিযান চালিয়েছেন।পাকিস্তানে জেনারেল র‌্যাংকের কারও গ্রেফতার হওয়া খুবই বিরল ঘটনা। তাই তার গ্রেফতারের ঘটনা নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাকে আটক করা হয়েছে। ইমরান শাসনামলে তিনি আইএসআই প্রধান ছিলেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে অবসরে যান।

সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামিদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন তার বিচার হবে মার্শাল কোর্টে।


প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine