সর্বশেষ সংবাদ :

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক: বৈষমী-বিরোধী আন্দোলনের মুখে দেশ জুড়ে বন্ধ প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

আজ বুধবার (১৪ আগস্ট) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাশ স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

 

এর আগে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। তবে, এরই মধ্যে দেশের কয়েক জায়গায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে বলে জানা গেছে।

 

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ছাত্র- জনতার বৈষম্যহীন সমাজের যে দাবি, তা বাস্তবায়নে কাজ করছে সরকার। প্রাথমিক শিক্ষা যেকোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। এটা দুঃখ জনক যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। এখ থেকে বিষয়টি আমরা আরও গুরুত্ব দেব।

 

তিনি আরও বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজনীয় মানোন্নয়ন হয়। তাই আমরা মানব সম্পদকে উন্নত করতে চাই।


প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ | সময়: ১১:১৭ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর