বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলাচল ও বাসভবনের সার্বিক নিরাপত্তা আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে এ আদেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনে ও চলাচলের সময় পুলিশ এসকর্ট বরাদ্দসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আদেশের অনুলিপি পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে আটক করা হয়। এই ঘটনার ৬ বছরেরও বেশি সময় পর গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর তিনি মুক্তি পান।
সানশাইন/ আর এক্স