বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার ছয় জন আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে কাফনের কাপড়ের টুকরা ও গোলপ জল, এবং চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গিয়েছেন দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।
আওয়ামী লীগ সমর্থিত ওই নেতারা হলেন, নওহাটা পৌর এলাকার কাজীপাড়া গ্রামের পৌর আ.লীগের (সাবেক) সভাপতি আব্দুল বারী খান, বাগসারা গ্রামের ছাত্রলীগ নেতা মারুফ, পিল্লাপাড়া এলাকার আ.লীগ নেতা রবিউল এবং বসন্তপুর গ্রামের যুবলীগ নেতা হাফিজ, পলাশ ও রাব্বি।
আওয়ামী লীগ নেতা রবিউল বলেন, তিনি নওহাটা পৌর আওয়ামী যুবলীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি। আ.লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় আমি-সহ আমার পরিবারকে ভয়ভীতি দেখানো ও আতঙ্কিত করার উদ্দেশ্যে এই ধরনের কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখা যায় একটি লাল শপিং ব্যাগ ঝুলছে জানালার পাশে। ব্যাগটির ভেতরে এক টুকরো সাদা কাফনের কাপড়ে লাল রং দিয়ে ক্রস চিহ্নি ছিলো। এর সাথে চিরকুতে লিখা রয়েছে(আ, জ, আ, ম) অক্ষর।
সানশাইন/ আর এক্স