বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আজ মু্ঙ্গলবার সকাল থেকে স্বল্প দূরুত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৬ টা ১০ মিনিটে প্রথমে ৫৬৩ আপ লোকাল ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের উদ্দেশ্যে এগিয়ে যায়। এরপর সকাল ৮ টা ৫ মিনিটে মহানন্দা এক্সপেক্স মেইল ট্রেন রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।
অন্যদিকে, সোমবার থেকে রাজশাহীতে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
পশ্চিম রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাজশাহীতে মেইল লোকাল ও কমিউটার ট্রেন যাতায়াত করছে এবং রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
সানশাইন/ আর এক্স