বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিন ব্যাপি ছুটি দাবির বিষয়টি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতো আমরাও উপভোগ করবো, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি।
এ ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও আরও জানান তিনি।
এ সময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা আমার কাজ নয়, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে।