বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন বলেছেন, আ.লীগ দলকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।
আজ রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ব্রিগেডিয়ার ড. সাখাওয়াত হোসেন বলেন, আ.লীগ দলে অনেক ভালো ভালো লোক রয়েছে। যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছে। তবে এখন এই দল খারাপ অবস্থায় আছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আ.লীগ সভানেত্রী-কে বলছি, আপনি দেশে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি। শুধু গন্ড-গোল লাগিয়ে দিয়েন না। এসব করে কোন লাভ হবে না। এরশাদ জেলে গিয়েছিল, তবে তার দল তো এখনও টিকে আছে। দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।