রাশিয়ার ৩০ কি.মিটার ভেতরে ঢুকে পড়েছে ই/উ/ক্রে/নে/র সেনা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্র এখন রাশিয়ার ভেতরে। ইউক্রেনের সৈন্যরা সীমান্তের ৩০ কি.মিটার ভেতরে ঢুকে পড়ায় মস্কোর কপালে ভাঁজ পড়েছে।

 

আড়াই বছর আগে শুরু হওয়া যুদ্ধের রাশিয়ার মধ্যে এবার ইউক্রেনের সেনাদের আক্রমন চালানোকে সবচেয়ে উল্লেখ-যোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করেছেন।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী টোলপিনো ও ওবশচি কোলোদেজের কাছে ইউক্রেনীয় সেনাদের মোকাবিলা করার চেষ্টা করছে। এদিকে রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় হামলার ষষ্ট দিন চলছে।

 

অবশ্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিইভের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর চেষ্টা চলছে।

 

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে প্রথমবারের মতো রাশিয়ায় সরাসরি হামলার কথা স্বীকার করে বলেছেন, এই গ্রীষ্মেই কুরস্ক থেকে আন্তঃসীমান্তে দুই হাজার আক্রমণ শুরু হয়েছে।


প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪ | সময়: ১১:০৯ পূর্বাহ্ণ | Daily Sunshine