শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আইসিসির এলিট প্যানেলের তিন আম্পায়ারকে নিয়ে ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা করেছে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই দুই ম্যাচের টেস্ট সিরিজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই টেস্টের জন্য ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা করে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। আম্পায়ারদের মধ্যে আছেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবোরো এবং মাইকেল গফ এবং দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।
সিরিজের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন তাদের মধ্যে ক্যাটেলবোরো ও হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গফ।
আগামী ৩০ আগস্ট করাচিতে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন গুফ ও হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ক্যাটেলবোরো।
এ সিরিজকে সামনে রেখে বর্তমানে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের অনুশীলনে সময় পার করছে নাজমুল হোসেন শান্তর দল।