সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বিনোদন ডেস্ক: সম্প্রতি অজয় দেবগন অভিনীত ‘সন অব সর্দার-টু’ সিনেমার শুটিং এর জন্য স্কটল্যান্ড যাওয়ার কথা ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। তবে যুক্তরাজ্য সরকার তার ভিসা বাতিল করে দিয়েছে। এর তার ‘সন অব সর্দার-টু’ সিনেমায় অভিনয় করা হচ্ছে না।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে স্কটল্যান্দ যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ হওয়ায় তিনি শুটিং এ অংশ নিতে পারছেন না।
সঞ্জয়ের বিরুদ্ধে ভারতে ১৯৯৩ সালে অবৈধ অস্ত্র মামলায় সাব্যস্ত হওয়ায় ভিসা দিতে নারাজ যুক্তরাজ্য সরকার। এ ঘটনার জন্য সিনেমার সঞ্জয়ের পরিবর্তে খলনায়কের চরিত্রে রবি কিষণকে কাস্ট করা হয়। পুরো বিষয়টির সমালোচনা করলেন সঞ্জয়।
এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। তিনি বলেছেন, আমি একটি জিনিস জানি যে, যুক্তরাজ্য সরকার সঠিক কাজটি করেনি। ভিসার জন্য আমি তাদের সবকিছুই নিয়ম অনুযায়ী করেছি। আমার সবকিছু ঠিক ছিল। তারপর এক মাস পর আমার ভিসা বাতিল করে দিল! আমি যুক্তরাজ্য সরকারকে সব কাগজপত্র এবং প্রয়োজনীয় সবকিছু দিয়েছি। তাহলে প্রাথমিক ভাবে আমাকে ভিসা দিল কেন?
হুট করেই ভিসা না দাওয়ায় চিন্তায় পড়েছেন এই অভিনেতা। কারণ তার হাতে এখন অনেক সিনেমা রয়েছে। ওই সকল সিনেমার বেশিভাগ শুটিং যুক্তরাজ্যে হবে।