বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি ও দেশীয় অস্ত্রের আঘাতে একজন মারা গিয়েছে। গত শুক্রবার (০৯ আগষ্ট) শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে রায়হান আলী।
জানা গেছে, দুর্লভপুর এলাকা থেকে একটি মোটর-সাইকেল ছিনতাই করে নিয়ে আসে রায়হান। এই বিষয়টি জানা-জানির পর স্থানীয়রা গত শুক্রবার গভীর রাতে একত্রিত হয়ে রায়হানের বাড়িতে যায়। বিষয়টি রায়হান টের পেয়ে ওই মোটর-সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তারা তাকে ধাওয়া করে আটকের পর গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রায়হান মারা যায়। পরের গ্রাম পুলিশের সহায়তায় নিহতের মরদেহ আজ শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেয়া হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল কুমার দেবনাথ বলেন, ছিনতাইয়ের অভিযোগে একজন গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই লাশটি আজ সকালে গ্রাম পুলিশ শিবগঞ্জ থানায় পৌঁছে দিয়ে যায়। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দেখা হবে। লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সানশাইন/ আর এক্স