সর্বশেষ সংবাদ :

সৌদি আরবে অস্ত্র বিক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্ত-রাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে আক্রমণাত্মক ভারী অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাইডেন প্রশাসন। গত শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।

 

 

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবকে চাপ দেয়ার জন্যই তিন বছরের পুরানো নীতিকে ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র।

 

 

বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৌদিরা তাদের চুক্তির শর্ত পূরণ করেছে এবং আমরাও আমাদের শর্ত গুলো পূরণ করার জন্য প্রস্তুত। কংগ্রেসের উপযুক্ত নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে এই বিষয় গুলোকে এখন নিয়মিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

 

 

উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি শুরু হতে পারে।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪ | সময়: ৩:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine