বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রতিনিধি: টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ধোকার সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ৬ (আগস্ট) শিশুসহ ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। বুধবার ৭ আগস্ট আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ গুলোর মধ্যে ১৩ জন নারী, ১৫ জন শিশু এবং ৩ জন পুরুষ রয়েছেন।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, স্থানীয় জন-প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মরদেহ গুলো উদ্ধারের খবর পেয়েছি। নিজ নিজ এলাকার জন-প্রতিনিধিদের মাধ্যমে মরদেহ গুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে।