সর্বশেষ সংবাদ :

রাজশাহী নগরীর সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার আন্দোলনের মুখে আ.লীগ সরকার পতনের পর নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় রাজশাহীতে প্রধান সড়কের বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে ও মোড় গুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

 

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিনে দেখা যায়, নগরীর বাস টার্মিনাল, আলুপট্টি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, মনিচত্বর, লক্ষ্মীপুর, রেলগেট, বর্নালী মোড়সহ এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও রেড ক্রিসেন্ট সদস্যরা এসব দায়িত্ব পালন করছেন।

 

এদিকে, দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন সেই মুহুর্তে শিক্ষার্থীদের এই ভূমিকাই খুশি পথচারীরা-সহ সাধারণ মানুষ সকলেই। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশা-পাশি ধ্বংসস্তুপ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজে মুগ্ধ তারা।

 

 

রাজশাহীর সাহেব বাজার এলাকায় পথচারী রায়হান হক বলেন, নতুন প্রজন্মকে আমরা মোবাইল আসক্ত, আর অলস হিসেবেই জানতাম। কিন্তু এই প্রজন্ম আমাদের সামনে নতুন পরিচয় এনেছে। নিজের জীবন উৎসর্গের বিনিময়ে দেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীন করেছে। একটা দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। এই প্রজন্মই দেশকে সুন্দর ভাবে সাজাবে বলে আশা করা যাচ্ছে।

 

 

বাজার করতে আসা গৃহিণী শিরিন সুলতানা বলেন, বেশ অনেক দিন পর বাজারে আসলাম। শিক্ষার্থীরা রাস্তাঘাট পরিষ্কার করছে। তারা হাতে ছোট লাঠি আর বাঁশি বাজিয়ে ট্রাফিক দেখাশোনা করছে এটা প্রশংসনীয়। মনে হচ্ছে আসল ট্রাফিক সদস্যরাই দায়িত্ব পালন করছেন। তাদের ধন্যবাদও জানাই।

 

 

জিরো পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন নগরীর বুদ্ধিজীবী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও স্কাউট সদস্য ওয়ালিদ হাসান আপন। তিনি বলেন, দেশ তো ধ্বংসস্তুপ হয়ে আছে। কোথাও আইনশৃঙ্খলা ঠিক নাই। এ সময় যদি আমরা দেশের কাজে না আসি তাহলে কখন দেশের জন্য কাজ করবো। সে জন্য শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় আসছি।


প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪ | সময়: ১২:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine