বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোটর্স রিপোর্টার: নাফিস বলেন, আগামী ১৩ অগাস্ট তার আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ অগাস্ট। সাকিবের আরও ২-৩ ম্যাচ (ফ্র্যাঞ্চাইজি লিগে) রয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। তার পরিকল্পনা জানার চেষ্টা করব।
এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল সংসদ ভেঙে দেওয়ার পর এখন আর সাকিব আ.লীগ সরকারের সংসদ সদস্য নন। বাহাতি এই অলরাউন্ডার এখন থেকে শুধুই ক্রিকেটার।
আ.লীগ ক্ষমতা ছাড়ার পর এই দলের সাংসদদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কানডায় প্রবাসী বাঙলিদের আক্রোশের শিকার হয়েছেন সাকিব। দেশে ফিরলে হয়তো আরো বড় ঝামেলায় পড়তে পারেন অলরাউন্ডার সাকিব। এজন্য সাকিবের নিরাপত্তা নিয়েও উদ্বেগ আছে বিসিবির।
নাফিস বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব এখন আর সংসদ সদস্য নন। তিনি বর্তমানে শুধুই ক্রিকেটারই রয়েছেন। তবু প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে।