শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার ৮ (আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে।
গত বুধবার ৭ (আগস্ট) সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।
এদিকে প্যারিসে চিকিৎসা গ্রহণ শেষ করে আজ ঢাকা সময় দুপুর ২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে, গত মঙ্গলবার ৬ (আগস্ট) রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধান-মন্ত্রীর পদত্যাগ করেন। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি করেন শিক্ষার্থীরা।