বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২৫ বছরের পুরনো সংগঠন “সাপাহার আম আড়ৎদার সমবায় সমিতি লিঃ” এর সুনাম ও খ্যাতি বজায় রাখতে নতুন করে গজে ওঠা নামসর্বস্ব সংগঠন ‘সাপাহার আমচাষী ও আড়ৎদার সমিতি’ বন্ধের দাবী জানিয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সাপাহার আম আড়ৎদার সমবায় সমিতি লি: এর পক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা সদরে অবস্থিত আম আড়ৎদার সমিতির অফিস কক্ষে সভাপতি শ্রী কার্তিক সাহা, সহ সভাপতি জয়নাল আবেদিনসহ সকল সদস্যগনের এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত তার লিখিত বক্তব্য পড়ে শোনান।
লিখিত বক্তেব্যে তিনি বলেন যে, ২৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়ে আসা সাপাহার আম আড়ৎদার সমবায় সমিতি লি: আজও বেশ সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বিগত দিনে অনেক আমচাষীর খোয়া যাওয়া টাকা সমিতির উদ্যোগে আদায়সহ অনেক জনহিতকর কার্য পরিচালনা করা হয়েছে। ১৫ জুন সমিতির বার্ষিক নির্বাচনে কোন এক পক্ষ ভোটে পরাজিত হওয়ায় তারা দেশের সর্ববৃহত আমের বাজার সাপাহার আমবাজারে অশান্তি সৃষ্টির লক্ষে সাপাহার আম চাষী ও আম আড়ৎদার সমিতি নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
নতুন আত্মপ্রকাশ করা সংগঠনে পূর্বের সমিতির ৭ জনের নাম উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে যা ওই ৭ জন এর কিছুই জানেনা তাদের না জানিয়ে তাদের নাম সংগঠনে ব্যবহার করা হয়েছে। সমিতির মধ্যে কোন ধরণের সমস্যা বা কোন অসংগতি থাকলে তা নিরসনে ইতোমধ্যে প্রতিষ্ঠিত সাপাহার আম আড়ৎদার সমবায় সমিতির লি: এর পক্ষ থেকে নতুন তৈরিকৃত সংগঠনের সদস্যদের বেশ কয়েকবার লিখিত পত্রসহ মোবাইল ফোনে আলোচনায় বসার আহব্বান জানালেও তারা তাতে কোন রকম আগ্রহ দেখাইনি। এখানে একটি প্রতিষ্ঠিত আম আড়ৎদার সমিতি থাকার পরেও নতুন করে একই নামে একই কাজে নতুন কোন সংগঠন সৃষ্টি হলে ভবিষ্যতে দেশের আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহার উপজেলা সদরের ঐতিহ্যবাহী বৃহত আমবাজারটি হারিয়ে ফেলতে পারে তার পুরনো ঐতিহ্য সৃষ্টি হতে পারে নানা জটিলতা ও বিশৃঙ্খলা। তাই এখানে যাতে একই নামে একই কাজে নতুন কোন সংগঠন আত্নপ্রকাশ করতে না পারে সে জন্য প্রতিষ্ঠিত সাপাহার আম আড়ৎদার সমবায় সমিতির পক্ষ থেকে মাননীয় খাদ্য মন্ত্রী, নওগাঁ জেলা প্রশাসক, নওগাঁ পুলিশ সুপার ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি করে অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে সম্মেলনকারী সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত জানিয়েছেন।