জয়পুরহাটে আ’লীগ অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ, নিহত এক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে রবিবার দুপুর পৌনে ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ শহরের- জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আওয়ামী লীগ অফিসে অবস্থান করা সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুসহ প্রায় ৬৫ নেতাকর্মী আহত হন। গুরুত্বর আহত সংসদ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের জয়পুরহাট ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ অফিসে হামলার পর পরই পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোঁড়ে। ওই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরাও তাদের ইটপাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মেহেদী হাসান নামে একজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়। আহতদের মধ্যে ৬৫ জন কে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ মেহেদী হাসান নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ