১৯নং (দক্ষিণ) ওয়ার্ড আ’লীগ নেতা কামরুলের মাতার ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত ১৯নং (দক্ষিন) ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলামের মাতা সবুর জান শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরো শোক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি। শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ