ই-পেপার
সর্বশেষ সংবাদ :

আবারও ব্যর্থ সাকিব, বিধ্বস্ত বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক: যেন ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী করছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্স মিসিসাগার আরও একটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকলো বাঁহাতি অলরাউন্ডারের। শুধু সাকিব নয়, এদিন দল হিসেবে পুরোপুরি ব্যর্থ হয়েছে তার দল। কোনও রকমে দলটি তুলতে পারে ৭৯ রান। মামুলি এই রান ১১.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তুলে ফেলে ব্রাম্পটন উলভস। ফলে টানা তিন ম্যাচ জিতে ছন্দে ফেরা বাংলা টাইগার্স গতরাতে বিধ্বস্ত হয়েছে ৮ উইকেটে হেরে।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স খেলেছে ব্রাম্পটন উলভসের বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাটিং পেলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলা টাইগার্স। ১৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় সাকিবের দল। দলের দুই ব্যাটার কেবল তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব ৬ বলে ৪ রান করে আউট হয়েছেন। গত ৫ ম্যাচের একটিতে কেবল দুই অঙ্কের ঘরে (২৪) রান করেছেন। তার ব্যাটিং ব্যর্থতা দলে বিস্তর প্রভাব ফেলেছে। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের ব্যাট থেকে আসে ১২ রানের ইনিংস। বিগত ম্যাচে বাংলা টাইগার্সের জয়ের নায়ক ডেভিড ভিসার ব্যাট থেকে আসে ১০ রান।
ব্রাম্পটন উলভসের বোলারদের মধ্যে অ্যান্ড্রু টাই ও টসাম ড্রাকা সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নেন জ্যাক জার্ভিস ও অভিজি মানসিংহে। বাংলা টাইগার্সকে অল্প ব্যবধানে অলআউট করে ৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই কোবে হার্ফটকে (০) রানে হারায় উলভস। ৪০ রানের জুটির পর জার্ভিস সাজঘরে ফিরলেও ডেভিড ওয়ার্নার ও বিউ ওয়েবস্টার মিলে অবিচ্ছিন্ন থেকে ১২ ওভারেই জয় নিশ্চিত করেছেন। ওয়ার্নার ৩৩ বলে ৪৪ রান করে অবদান রাখেন। ওয়েবস্টার খেলেন ২৩ রানের ইনিংস।
বাংলা টাইগার্সের বোলারদের মধ্যে কেউই প্রভাব বিস্তার করতে পারেননি। সাকিব নিজে বোলিং না করলেও তার ৬ বোলারদের ব্যবহার করেছেন। ভিসা ও আলী খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের পেসার শরিফুল ৩ ওভারে ২৫ রান খরচায় উইকেট শূন্য ছিলেন।
বড় হারে সাকিবরা পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে। ৫ ম্যাচে ৩ জয়ে এখন তাদের ৬ পয়েন্ট, নেট রানরেট -০.৬৫৬। সমান ৬ পয়েন্টে ব্রাম্পটন পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে। ৫ ম্যাচ খেলে তাদের নেট রানরেট + ০.৪৯৭।


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ