সর্বশেষ সংবাদ :

প্যারিস অলিম্পিক ফ্রান্সকে বিদায় করে সেমিফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবিস্মরণীয়। জাপানের কাছে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হারের পর যে ব্রাজিলকে অনেকে নকআউটেই ভাবতে পারেনি, তারাই উঠে গেলো সেমিফাইনালে। তাও আবার স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে। কিংবদন্তি ফুটবলার মার্তাকে ছাড়া কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে কষ্টের জয় পেয়েছে সেলেসাওরা।
প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। তারা শেষ চারে আবারও মুখোমুখি হবে স্পেনের, যাদের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ করেছিল দলটি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও জার্মানি।
স্পেনের কাছে ২-০ গোলে হারের ম্যাচে মার্তা লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ধারণা করা হয়েছিল, মেজর টুর্নামেন্টে এটাই তার শেষ ম্যাচ। কিন্তু তার ক্যারিয়ারকে শেষ হতে দিলেন না সতীর্থরা। সেমিফাইনালে আবারও মাঠে দেখা যাবে তাকে।
নঁতের মাঠে ব্রাজিলের ওপর ছড়ি ঘুরিয়েছে ফ্রান্স। আধিপত্য বিস্তার করে খেললেও হার দেখতে হয়েছে তাদেরকে। লক্ষ্যে তারা তিনটি শট রাখলেও ব্রাজিলিয়ান গোলকিপার বাধার দেয়াল গড়ে তোলেন। তিনটি সেভে ফ্রান্সকে হতাশ করেন লোরেনা। এর মধ্যে ১২ মিনিটে পেনাল্টি এরিয়ায় তারসিয়ানে ফাউল করলে গোলের সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু সাকিনা কারচাওইর বাঁ পায়ের নিচু কোনাকুনি শট রুখে দেন ব্রাজিল কিপার।
আর ব্রাজিল লক্ষ্যে রাখা দুটি শটের একটিকে গোল বানিয়েছে। ৮২ মিনিটে আদ্রিয়ানা থ্রু বলে বক্সের সেন্টার থেকে ডান পায়ের শটে গাবি পোর্তিলহো করেন ম্যাচের একমাত্র গোল। ইনজুরি টাইম ১৯ মিনিট খেলেও ফরাসিরা গোল শোধ দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে পারেনি মেয়েদের ফুটবলে এই প্রথম ফ্রান্সকে হারালো ব্রাজিল।
এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন লিওঁতে দুই গোলে পিছিয়ে পড়েছিল। কলম্বিয়া অঘটনের আভাস দিলেও পারেনি। ইনজুরি টাইমের সপ্তম মিনিটের গোলে স্পেন নির্ধারিত ৯০ মিনিটের খেলায় রুখে দেয় কলম্বিয়াকে। ২-২ গোলে সমতা ছিল অতিরিক্ত সময়েও। টাইব্রেকারে ম্যাচ গড়ালে ৪-২ গোলে জিতে শেষ চার নিশ্চিত করে স্পেন।
প্যারিসে অতিরিক্ত সময়ের খেলায় প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল করেন ট্রিনিটি রডম্যান। তাতে জাপানের স্বপ্ন ভেঙে চুরমার। ১-০ গোলে জিতেছে আমেরিকানরা। জার্মানিও কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছে টাইব্রেকারে জিতে। কানাডার সঙ্গে গোলশূন্য স্কোর শেষে মার্শেইতে তারা ৪-২ এ পেনাল্টি শুটআউট জিতেছে।


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ