সর্বশেষ সংবাদ :

বাঘায় সমাবেশ করে সতর্ক অবস্থানে থাকার আহবান করেছে আ.লীগ

স্টাফ রিপোর্টার,বাঘা: কোটা আন্দোলনের ইস্যুতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে বাঘায় সমাবেশ করে নিজ দলীয় সকল সহযোগী সংগঠনকে তাদের প্রতিহত করা-সহ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

 

আজ রবিবার (৪ আগস্ট) সকালে বাঘা শাহী মসজিদ এলাকার ঐতিহাসিক তেঁতুল তলা থেকে তাঁরা এ কর্মসূচি ঘোষণা করেন।

 

সরেজমিন লক্ষ করা গেছে, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাঘা বাসটার্মিনাল, উপজেলা চত্বর, দলীয় কার্যালয়, বাঘা বাজার ও আড়ানী পৌর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্তক অবস্থানে ছিলেন উপজেলা আ.লীগ। এরই মাঝে দুপুরে বাঘা শাহী মসজিদ এলাকার ঐতিহাসিক তেঁতুল তলায় একটি সমাবেশে মিলিত হন তাঁরা।

এই সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ.লীগের অন্যতম সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান (রিন্টু),বাঘা উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন ও যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু-সহ সকল ইউনিয়ন ও দুই পৌর আ.লীগের নেতৃবৃন্দ।

 

 

এই সমাবেশ রোকনুজ্জামান (রিন্টু) বলেন, অনেক ধর্য্য ধরেছি, আর নয়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে এক দফা আন্দোলনের ডাক দিয়েছে, এতে স্বাধীনতা ও রাষ্ট্র-বিরোধী এবং পরাজিত অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে। এই আন্দোলনকে সরকার উৎখাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা অবৈধভাবে ক্ষমতা দখলের নীল-নকশা বাস্তবায়ন করতে তৎপর হয়ে উঠেছে। যারা প্রকৃত শিক্ষার্থী তারা দেশের সম্পদ ধ্বংস করতে পারেনা। আন্দোলনকারীরা ইতিমধ্যে যে সকল স্থাপনা ধ্বংস করেছে, তা বাংলাদেশের ইতিহাসে নজির।

তবে আমরা এই আন্দোলনকে আর সফল হতে দেবনা। বাংলাদেশ আ.লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের অহংকার পর-পর চারবারের সংসদ সদস্য ও দুইবারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাইকে সাহস নিয়ে মাঠে থাকতে হবে। এ জন্য তিনি আগামীকাল সোমবার হতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ-সহ সকল সহযোগী সংগঠনকে দেশের সম্পদ রক্ষায় সতর্ক অবস্থানে থাকার আহবান জানান।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ | সময়: ৫:১০ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর