সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য-বিরোধী শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: এক দফা দাবিতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের এক দফা দাবিতে নানান স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে দেখা যায়। এদের মধ্য অনেকের গায়ে ও মাথায় ছিলো জাতীয় পতাকা।

 

আজ রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে হাজার হাজার আন্দোলনরত শিক্ষার্থীরা রাজশাহী রুয়েট গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি নগরী তালাইমারি ভদ্রা হয়ে বিভিন্ন মহা-সড়ক প্রদক্ষিণ করছে।

এর আগে সকাল সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রুয়েট এবং তালাইমাড়ি এলাকায় জড়ো হয়। এদিকে, অসহযোগ আন্দোলনের ফলে রাজশাহীতে সব ধরনের দোকানপাট, মার্কেট ও বিতান-গুলো বন্ধ দেখা যায়। সকাল থেকে রাস্তাঘাটেও যান চলাচল কম দেখা গেছে।

 

তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মত। এদিকে সকাল থেকে ছাড়েনি কোন দূরপাল্লার গণ-পরিবহন। এছাড়া বন্ধ রয়েছে স্বল্প ও দূরপাল্লার ট্রেন চলাচল। অন্যদিক, অসহযোগ আন্দোলনের মধ্যেও খোলা রয়েছে সরকারি অফিস আদালত ব্যাংক বীমা প্রতিষ্ঠান গুলো।

 

এই সকল আফিস-প্রতিষ্ঠান গুলোতে সেবা প্রত্যাশীদের অনন্য দিনের তুলনায় সেবা নিতে কিছুটা কম দেখা গিয়েছে। এদিকে, অসহযোগ আন্দোলনের প্রতিবাদে রাজশাহী মহানগর আ.লীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে করে পুরো রাজশাহী জুড়ে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে সব ধরনের নাশকতা সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ | সময়: ১:৫৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর