শাহবাগে অবস্থান নিয়েছেন বৈষম্য-বিরোধী আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে লাঠি-সোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী-সহ সাধারণ পেশার মানুষ।

 

 

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১০ টার থেকেই বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তাদেরকে সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

 

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠি-সোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে আন্দোলন-কারীর মধ্যে একদল যুবক। আজ রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এর পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে বলেও জানা যায়।

আজ রোববার (৪ আগস্ট) সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিক্ষোভ ও গণ-সমাবেশের ডাক দিয়েছে তারা।

 

 

গত শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগা-যোগ-মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশা-পাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিক্ষোভ ও গণ-সমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশ পথ-গুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ | সময়: ১২:১৭ অপরাহ্ণ | Daily Sunshine