শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গিয়েছেন।
জানা যায়, চলমান কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মসূচি মোকাবেলা করতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা। তাতে অংশ নিয়েছিলেন যুবলীগ নেতা জয়নাল আবেদীন। বেলা ১১টার দিকে প্রতিবাদ সমাবেশ চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। আশেপাশের থাকা নেতাকর্মীরা তাকে ধরে নিয়ে দ্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (৩ আগস্ট) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র। শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা যুবলীগ: নগর যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন এর মৃত্যুতে রাজশাহী জেলা যুবলীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এক যুক্ত বিবৃতিতে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।