সর্বশেষ সংবাদ :

বাগমারায় খেতুরধাম মহোৎসব কমিটির সম্মেলন

স্টাফ রিপোর্টার, বাগমারা: খেতুরধাম মহোৎসব পরিচালনা কমিটি রাজশাহীর বাগমারা শাখার সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ।
সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক বিশ^নাথ প্রামাণিকের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মাহাবুবুর রহমান, তাহেরপুর কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, হিন্দু ধর্মীয় নেতা সুনিল কুমার কুণ্ডু, সত্যজিৎ রায়, অরুণ কুমার, পরিমল কুমার মণ্ডল, বীরেন্দ্রনাথ সরকার প্রমুখ।
দুপুরের পর দ্বিতীয় অধিবেশন শেষে প্রদীপ কুমার সিংহকে সভাপতি ও নিত্যানন্দ সরকারকে সাধারণ সম্পাদক করে ধাম উৎসবের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
তিরোভাব তিথি উপলক্ষ্যে ভক্ত সেবায় খেতুরধাম মহোৎসবে সংগঠনটি কয়েক বছর ধরে কাজ করে আসছে। আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ | সময়: ৪:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর