শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ১১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার কদমশহর মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় র্যাব। গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ী হচ্ছে কুমিল্লার মুরাদনগর এলাকার আব্দুল মালেকের ছেলে শরিফ (২৭) ও গোদাগাড়ীর ফুলবাড়িয়া এলাকার নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৩৮)। শনিবার সন্ধ্যায় র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য কুমিল্লা জেলা হতে কাঁকনহাট হয়ে একটি বড় কাভার্ড ভ্যানে গাঁজার একটি বড় চালান নিয়ে রাজশাহীর দিকে আসছিল। র্যাব সদস্যরা বিষয়টি টের পেয়ে ওই কাভার্ড ভ্যানের গতিবিধি পর্যবেক্ষণ করে। এক পর্যায়ে গোদাগাড়ী থানাধীন কদমশহর মোড়ে পৌছালে কাভার্ড ভ্যান জব্দ করে ও শরিফকে আটক করে। কাভার্ড ভ্যান তল্লাশি করে মাদকের সন্ধান না পেলে শরিফকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তার অপর সহযোগী মোশারফ হোসেনের বসতবাড়ীতে গাঁজার চালানটি রেখে সে কুমিল্লায় চলে যাচ্ছিল। র্যাব সদস্যরা শরিফকে নিয়ে মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখানেই টিনের ছাউনির নীচে খড়ির ভিতরে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা অন্যান্য মালামালের মধ্যে গাড়ীর কাগজ ০১ সেট, ড্রাইভিং লাইসেন্স ০১ টি, মোবাইল ০৩টি এবং সীমকার্ড ০৩টি উদ্ধার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।