রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আরও একবার ব্যর্থতায় শেষ হলো বাংলাদেশের অলিম্পিক মিশন। পাঁচ অ্যাথলেটের সবাই বাদ পড়েছেন নিজেদের ইভেন্ট থেকে।
আজ মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নিজের হিটে ষষ্ঠ হন সোনিয়া খাতুন। আর ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক হিটে ইমরানুর রহমানও ছয়ে থেকে শেষ করেন। দশটি হিট থেকে ৭৯ জন সাঁতারুর মধ্যে বাছাই করা সেরা ১৬ জনকে নিয়ে হবে সেমিফাইনাল। সবমিলিয়ে সোনিয়া খাতুনের অবস্থান ছিল ৬৪তে। ৩০.৫২ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি ইমরানুর। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। ফলে বাদ পড়তে হয় হিট থেকেই। এদিকে এর আগে প্যারিস অলিম্পিকে বাছাই থেকে বাদ পড়েন আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফি।